আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় “ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ পূনর্বাসন” সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ পূনর্বাসন” সংক্রান্ত উক্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। পর্যালোচনা সভায় জেলার সকল বিভাগের সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা ক্ষয়ক্ষতির আনুমানিক চিত্র তুলে ধরেন।
পর্যালোচনা সভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার প্রাকৃতিক দুর্যোগে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং যে কোন পরিস্থিতিতে সততা ও আন্তরিকতার সাথে সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন যে অফিসার যত প্রতিকূলতার মধ্যে কাজ করবে সে তত বেশি অফিসার হওয়ার সুযোগ পাবে। ত্রাণ এবং পুনর্বাসন কাজে তহবিলের কোন সমস্যা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকলের সহযোগিতায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
“ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ পূনর্বাসন” সংক্রান্ত পর্যালোচনা সভা উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক মো: হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড
হাসপাতাল অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি সহ জেলা প্রশাসন উপজেলা প্রশাসেনের কর্মকর্তা বৃন্দ।
এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।