জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে গতকাল সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ কুদরত এ খুদা নওরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এনটিভির সুভাষ চৌধুরী,দৈনিক ইনকিলাবের আব্দুল ওয়াজেদ কচি, এটিএন বাংলা টেলিভিশনের ও ভয়েস অফ সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান,ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেটকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও তত্ত্বাবধায়ক জগদিশ চন্দ্র হাওলাদার, অন্যান্যরা হলেন ডিএসআই রথিন্দ্র নাথ, পরিসংখ্যাবিদ সুদেব বিশ্বাস, প্রোগ্রামার উজ্জ্বল হোসেন, জানাগেছে এবার সাতক্ষীরা জেলায় সাত উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১ জন শিশুকে নীল রঙ্গের ও ১২ মাস হতে ৫ বছর বয়সী ২ লক্ষ ১৩ হাজার ৩ শত ২৭ জন লাল রঙ্গের। সর্বমোট ২ লক্ষ ৩৮ হাজার ৩৩৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারন করেছে। জেলায় ২০৩১ কেন্দ্রে ৪০৩২ জন স্বেচ্ছাসেবক ক্যাপসুল খাওয়ানোর জন্য মাঠে কাজ করবেন। এর মধ্যে সাতক্ষীরা পৌর সভা ৬০টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য ১৯শে জানুয়ারী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর তারিখ অনিবার্য কারণ বসত স্থগিত করা হয়েছে।