সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গণধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে কোন শালিস বিচার করা যাবে না। এক্ষেত্রে ৯৯৯ এ ফোন করে আইনগত সহায়তা নেওয়া যাবে।
মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। একই সাথে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলকভাবে স্কুলের সমাবেশে এবং মসজিদগুলোতে খুদবার সময় আলোচনা করার আহবান জানানো হয়। এছাড়া মাদকের মামলার আসামিরা যেন সহজে জামিন না পায় সে দিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন জানান, ডেঙ্গু এখন আর কোন সাময়িক সংক্রমের ব্যপার নয়। সারা বছর এডিস মশার প্রকোপ থাকতে পারে। তাই সবাইকে সারা বছর ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকতে হবে।
সভায় জেলা প্রশাসক বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে কমিটি গঠন করে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কমিটির সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।আসা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা সাতক্ষীরা জেলা কে ডেঙ্গু মুক্ত জেলা হিসাবে ঘোষনা করতে পারবো।
সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারন সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলাম,সরকারি কলেজের প্রিন্সিপাল,সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),বিজিবির টুআইসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,প্রসক্লাব সভাপতি,চেম্বার অফ কর্মাস ইন্ডাস্ট্রি সভাপতি,সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর কাউন্সিলর জোৎন্সাআরা সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।