ইব্রাহিম খলিল : ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মবাষিকী উপলক্ষে আলোচনাসভা, নবীন বরণ, সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ ডা. জাহিদা আক্তারের সভাপতিত্বে ও ডা. আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বোর্ড সদস্য ডা. মো. আনিছুর রহমান মিন্টু, দাতা সদস্য একে সাইফুল্লাহ খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফিফা রেফারী মো. তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডা. ক্রিস্টিয়ান ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ সালে ১০ এপ্রিল জার্মানির মিসেন নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৭৭৮ সালে অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে ১৭৯০ সালে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার ও প্রচলন করেন। ফলে চিকিৎসা বিজ্ঞান কুসংস্কারমুক্ত, প্রাকৃতিক নিয়মনীতিনির্ভর, আরোগ্যকারী ও বিজ্ঞানমুখী চিকিৎসায় উন্নীত হয়। চিকিৎসা বিজ্ঞানে শুচিত হয় নতুন যুগের। আর সে যুগের যুগ¯্রষ্টা হ্যানিম্যান। তার আবিষ্কৃত এই সদৃশ চিকিৎসা পদ্ধতিকে তিনি ১৭৯৬ খ্রিস্টাব্দে হোমিওপ্যাথি নাম দেন। হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডা. হ্যানিম্যানের নির্দেশিত পথে আরও বেশি নিবেদিত হয়ে রোগীকে আদর্শ আরোগ্য করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।