সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম আলী হোসেন।সে কুলিয়ারডাঙ্গার মৃত মোসলেউদ্দীন গাজীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের তত্ত্বাবধানে অফিসার ইন চার্জ, জেলা গোয়েন্দা শাখা বাবুল আক্তারের নেতৃত্বে সাতক্ষীরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০/০৮/২০২২ তাং এসআই(নিঃ)/ শিমুল হালদার, এএসআই (নিঃ)/ এস এম ইসমাইল হোসেন,এএসআই(নিঃ)/ মোঃ মাজেদুল ইসলাম, এএসআই(নিঃ)/এমডি মাঈনুল ইসলাম, কং/৫৪৮ মোহাম্মাদ আলী, কং/ ৮৫৫ মিনারুল ইসলাম এবং অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায়
৭০০ গ্রাম গাজাসহ আসামী আলী হোসেন (৪২) কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি বাবুল আক্তার জানান,আটককৃত আসামীর নামে সাতক্ষীরা থানায় মামলা রুজু পূর্বক তাকে বিঞ্জ আদালয়ে সোপর্দ করা হয়েছে।