সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ এক যুবক কে আটক করেছে।আটককৃত যুবকের নাম মনিরুল সরদার(২৭)।সে কুশখালী ইউনিউয়নের সাহেব আলী মিয়ার ছেলে।ডিবি পুলিশ এক প্রেস বিঞ্জপ্তিতে জানয়,সাতক্ষীরা জেলা পুলিশ মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই দেব কুমার দাস,এএসআই নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন কুশখালী(উত্তরপাড়া) জনৈক মোঃ মনিরুল সরদার আসামীর নিজ বাড়ির উঠানে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা সহ ঐ যুবক কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা ডিবির ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছে।যার মামলা নং-১৩ , তারিখ- ১৩/০১/২০২৪ ইং,।ওসিডিবি আরো জানান আটককৃত আসামিকে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।