সাতক্ষীরার ডিসি ও এসপির তৎপরতায় বুধবার স্থানীয় সরকার নির্বাচনে ৫ম ধাপে সাতক্ষীরা জেলার আশাশুনি, কলারোয়া ও শ্যামনগর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
দিনভোর ভোটার রা স্বতঃস্ফুর্ত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটারগণ নিজ নিজ ভোট প্রদান করছেন।
বুধবার সকাল থেকে আশাশুনি, কলারোয়া ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এ সময় তাঁদের সাথে উপস্থিত থেকে ভোট কেন্দ্র ও তার আশেপাশে র এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি মনিটারিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন।
এসময় আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার,জেলাা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী,জেলা বিশেষ শাখার পরিদর্শকগণ, আশাশুনি থানার ওসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সাথে মতবিনিময় করেন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।