এডিস মশার প্রজনন স্থান ধ্বংস ও ডেঙ্গু বিস্তার প্রতিরোধে জনসচেতনামূলক জারিগান ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাব এবং জেলা প্রশাসনের সহায়তায় এটির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে জারিগান ও পথ নাটক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল,ডিডিএলজি হোসাইন শওকত,লিনেট ফাইন আর্ট্স একাডেমির পরিচালক ও সঙ্গীত শিল্পী আবু আফফা্ন রোজ বাবু, সঙ্গীত শিক্ষক শামিমা পারভীন রত্না,জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন, স্কুলের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন, শেখ মোস্তাফিজুর রহমান, আবুল হাসানস স্কুলের ছাত্র ও অভিভাবকরা। জারিগান ও পথ নাটক পরিবশনায় ছিলেন বয়াতী আবদুর রহিম ও তার দল।