সাতক্ষীরা জেলায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জরুরী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে সোমবার বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর মো. স্বজল মোল্লা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন।
জেলার সকল পৌরসভা, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বর, গ্রাম পুলিশ, সার্ভেয়ার, ন্যাশনাল সার্ভিসের সদস্য ও অন্যান্য সুধিজনের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙা হাড়ি-পাতিল, ডাবের খোলা, টায়ার, পানির পাত্র, প্লাস্টিকের পাত্রসহ যে সকল স্থানে স্বচ্ছ পানি জমে সেগুলো পরিষ্কার করছেন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। উপস্থিত ব্যক্তিবর্গ এসব কার্যক্রম সম্পর্কে সভাপতিকে সভায় অবহিত করেন। এসময় তাদের বাড়ির আশপাশে এ কার্যক্রম কিভাবে চলছে সে বিষয়ে জানতে চান জেলা প্রশাসক। সভায় উপস্থিত সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমকে নিজের মনে করে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করার অনুরোধ জানান ডিসি ।
জেলার প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের নিকট ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা না পৌঁছানো পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলবে বলে ঘোষণা দেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা ডেপুটি কমিশনার মোস্তফা কামাল।
-