করোনো সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে সাতক্ষীরা জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খেটে খাওয়া দুস্থ অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।সোমবার সকালে খুলনা রোড মোড়ে এক দিন মজুর জেলা প্রশাসক কে তার অসহায়ত্বের কথা জানালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তৎক্ষনাৎ ঐ ব্যক্তি ৫ কেজি চাল, ৫ কেজি ডাল,৫ কেজি আলু ও ১ লিটার তেল একটি বস্তায় ভরে তাকে দেন।
জেলা প্রশাসক এসময় ঐ ব্যক্তি কে বলেন এই খাদ্য সামগ্রী নিয়ে সোজা বাড়ি বলে যান। বাহিরে বের হবেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনার জন্য এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন আপনাদের জন্য।
জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনীর ৭টি টিমসহ জেলা সদরে সাতক্ষীরা জেলা পুলিশ এবং আনসারের সমন্বয়ে ৪টি টিম নিয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন। অব্যাহতভাবে চলছে মাইকিং। ছিটানো হচ্ছে জীবাণুনাশক।
সোমবারও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
এদিকে, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, আলিপুর, আগরদাড়ী আবাদেরহাট, কদমতলা ও শহরের বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় জনগণকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয়।
আশাশুনিতে প্রত্যেক ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তালা, কলারোয়া, কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।