সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন বাংলাদেশে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পদ্মা সেতু নির্মান করা হয়েছে। দেশে কর্ণফুলি ট্যানেল, ফ্লাওয়ার, সেতু, কালভাট নির্মিত হচ্ছে ব্যাপক হারে। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করছে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যানে কাজ করে, মহান স্বাধীনতার নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি।
গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কারনে আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারি। বঙ্গবন্ধু না হলে এটি কোন দিন সম্ভব হতো না। বঙ্গবন্ধুর সৈনিক আমরা সকলে গর্বিত। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তাহার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার গড়ার লক্ষে সরকার ২০৪১ সাল দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করার তারগেট নিয়েছে। সেই নিদর্শনা অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের দেশের উন্নয়নে আর কেউ বাধা গ্রস্থ করতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আহসান হাবিব, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিলুর রহমান, অতি: জেলা প্রশাসক রাজস্ব এসএম মাহমুদুর রহমান, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বদিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অপিসার মোঃ রুহুল আমীন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ইসলামি ফাউন্ডেশন ডিডি মোঃ রফিকুল ইসলাম, সামাজিক বন বিভাগের কর্মকর্তা মারুফ বিলাহ, সহ জেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফেস্টুন উড়িয়ে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী।