মীর আবু বকর : সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। “সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এবং ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক গাজী বশির আহমেদ, সহকারী পরিচালক ডাঃ বি এম দ্বিন মোহাম্মদ, এম ও এমসিএইচ এন্ড এফপি ডাঃ প্রবীর কুমার মুখার্জি সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ। বক্তারা বলেন, সরকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যতম। এই বিভাগের স্বাস্থ্যকর্মীরা সরাসরি নাগরিকের দোরগোড়ায় গিয়ে সেবা প্রদান করেন। মায়ের গর্ভে ধারণার পর থেকে সন্তান প্রসবের পূর্ব পর্যন্ত সকল সেবা আমরা দিয়ে থাকি। বিশেষ করে গর্ভবতী মাকে সময় মত চেকআপ ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান জরুরি। আমাদের উদ্দেশ্য থাকে মা ও শিশুকে কিভাবে সুস্থ ও স্বাস্থ্যবান রাখা যায়। মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্র থেকে বিনামূল্যে অপারেশন সহ ঔষধ সরবরাহ করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবার কার্যক্রম আগামীতে আরো প্রসারিত করা হবে। সকলকে আন্তরিকতার সাথে কাজ করলে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু শূন্য কোটায় আনা সম্ভব। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা সেবার ভূমিকা প্রশংসনীয়। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলেখ্য আগামী ১৭ থেকে ২২ শে ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম।