ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করেছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। আটক শহিদুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার মৃত বাশারত আলীর ছেলে পরে আটক তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
খুলনার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দু’হাজার টাকা ছাড়া পাসপোর্ট করতে পারেননা বলে জানা যায়। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় তার নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলে পৌছে দালালদের দৌরত্বের সত্যতা পায় দুদক। এ সময় শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করেন তারা। তবে, অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর মো:নূর কামাল, কনস্টেবল জামাল ও সঙ্গীয় ফোর্স এ সময় মোবাইল কোর্ট কে সার্বিক ভাবে সহযোগীতা করেন।