সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে "পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২" এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে সাতক্ষীরা পুলিশ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশ।
উক্ত ফাইনাল খেলায় সদর সার্কেল টিম V তালা সার্কেল টিম অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
পুলিশ লাইন্স মাঠের গ্যালারী তে বসে খেলা উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো:সজীব খান,অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমজন,জেলা ট্রাফিক পুলিশের টিআই(এডমিন) শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীর, জেলা ডিবির অফিসার ইনচার্জ বাবুল আক্তার
সহ জেলা পুলিশ সাতক্ষীরার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি শিরোপা জয়ী ও রানার্সআপ উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য আইন- শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আদর্শ জীবন গঠনে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলার চর্চা প্রায়োজনীয়তা তুলে ধরেন।