ইব্রাহিম খলিল : সাতক্ষীরায় ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শিশু হাসাপাতালের বিপরীত পার্শ্বে প্রতিষ্ঠানের পরিচালক ডা. ফাতেমাতজু জোহুরার সভাপতত্বে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. মনিরুজ্জামান, পুলিশ লাইন স্কুলের সহকারি শিক্ষক মনোয়ারা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মীর রবিউল ইসলাম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চিকিৎসকরা দেশের সেবা করে মানবতার কাজ করছে। বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে চলেছে। সাতক্ষীরার মানুষ ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পয়েন্টের কিছুটা হলেও উপকৃত হবে। তিনি আরও বলেন চিকিৎসা সেবা এখন মানুষের দৌড়গোড়ায় পৌচাচ্ছে।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।