সাতক্ষীরায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও পাপড়ি এগ্রো লিমিটেডের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন পার্কে এ ব্যাড মিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
খেলায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাক একে এম আানিছুর রহমান,সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান, পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান।এসময় অন্যনান্যদের মঢ়্যে উপস্থিত ছিলেন পাবলিক স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক এড. ওসমন আলী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাব, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সিরাজুল ইসলাম,ইকবাল কবির খান বাপী,আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর হমান হবি প্রমুখ। ৫৪টি দল অংশ গ্রহনের উদ্বোধনী খেলায় টাউন স্পেটিং কøাব বনাম ইয়াং মহামেডান ক্লাব অংশ নেই।সমগ্র অনুষ্ঠানটি নপরিচালনা করেন আ,ম আক্তারুজ্জামান মুকুল। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশের কোখাও স্বাধীনতা বিরোধীদের অংশ গ্রহন ককরতে দেওয়া হবে না। স্বাধীনতা বিরোধী শক্তি টাকা দিয়ে কাছে আসার চেষ্টা করলেও তাদের বঙ্গবন্ধুর খেলার অংশ নিতে পারবে না।