শেখ আরিফুল ইসলাম (আশা): সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মোতাবেক লীড ব্যাংক’ পদ্ধতির মাধ্যমে স্কুল ব্যাংকিংকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার সকল তফসিলি ব্যাংকের অংশ গ্রহনে এবং সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাউত বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অতি: ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-পরিচালক মো: মাছুম বিল্লাল, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও লীড ব্যাংক ফোকাল পয়েন্ট আবু বায়জিৎ শেখ, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নলতা ব্যাংকের ম্যানেজার সোলেমান হোসেন, রুপালী ব্যাংকের ম্যানেজার আবু সাঈদ, মোঃ মোস্তফা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ আব্দুস সালাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মাসুদ রানা হাওলাদার, সাউথইষ্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই সিদ্দিক, উত্তরা ব্যাংকের ম্যানেজার এম জিয়া মোরশেদ, আলআরাফা ইসলামী ব্যাংকের এম মাহরুর রহমান, পূর্বালী ব্যাংকের ম্যানেজার মুকুল চন্দ্র দাশ, এবি ব্যাংকের ম্যানেজার মোঃ সহিদুজ্জামান, সিটি ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম, ডাস বাংলা ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ভোমরা শাখার ম্যানেজার আব্দুল কাদের, শ্যামনগর শাখার ম্যানেজার বিদ্যুৎ কুমার, চুকনগর শাখার ম্যানেজার সদর মোঃ মঞ্জুর হোসেন সহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে একই স্থানে কুইজ প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এর পূর্বে সকাল নয়টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান ত্বত্ত্বাবধন করেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ও স্কুল ব্যাংকিং কনফারেন্সের প্রধান সমন্বয়ক মোঃ সহিদুর রহমান।