শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরায় বিরল প্রজাতির ৩৪টি কচ্ছপ সহ দুইজন কে আটক করেছে র্যাব।সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটার টিকারামপুর এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
র্যাব সূত্র থেকে জানাযায় কতিপয় ব্যক্তি বণ্য প্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে সাতক্ষীরা জেলার টিকারামপুর গ্রামস্থ দলুয়া বাজার পার্থ ডিজিটাল ফটোস্ট্যাট এন্ড স্টুডিও এর সামনে অভিযান পরিচালনা করাহয়। এসময় কচ্ছপ সহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন উত্তম মহলদার(৫১), পিতা- শ্রী নিরাপদ মহলদার, সাং-দুর্বাডাঙ্গা, প্রশান্ত সরকার(৫২), পিতা- মৃত পঞ্চানন সরকার, সাং-কৈখালী, উভয় থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা।
র্যাব আরও জানিয়েছে জব্দকৃত আলামতগুলো ওয়াইল্ড লাইফ ইন্সেপেক্টর, বন্য প্রাণী উদ্ধার ও পূর্নবাসন কেন্দ্র, খুলনায় জমা দেওয়া হয়েছে এবং উক্ত বিষয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।