♣♣♣
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। জেলা প্রশাসক বলেন, ‘শিশুদের জন্মের পর মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। শিশুদের বেড়ে ওঠা ও দাঁত মজবুত এবং মেধা বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। প্রতিটি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকতে হবে। ২ বছর বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়াতে হবে। কোন অবস্থাতেই ৬ মাস বয়স পর্যন্ত বাহিরের খাওয়ানো যাবে না।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. এহসান আরা, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মঞ্জুরানী দেবনাথ, তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সূর্যের হাঁসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলামসহ সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও সূর্যের হাঁসি ক্লিনিকের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহীনুর খাতুন।