শেখ আরিফুল ইসলাম আশা : চারদলীয় এসপি কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক দল সাতক্ষীরা খুলনা জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় সাতক্ষীরা জেলা দল প্রথমার্ধে দু’টি ও দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে । খেলায় পরপর দুটি গোল করে সাতক্ষীরার মৌসুমী সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন। একইভাবে মৌসুমী হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে বেলুন উড়িয়ে এই খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আনন্দঘন অনুষ্ঠানে এ সময় জেলার প্রমোটেড পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ্উদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান,সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল,জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক আনিসুর রহমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তৈয়েব হাসান বাবু,বাংলাদেশ ক্রিকেট আম্পিয়ার্স এ্যাসোসিয়েশন এ এম আক্তারুজ্জামান মুকুল,ক্রিয়া সংস্থার কাজী কামরুজ্জামান,জেলা ফুটবল টিমের প্রশিক্ষক খন্দকার প্রিন্স, জেলা আম্পায়ার এ্যাসোসিয়েশন সভাপতি তাজুল ইসলাম রিপন,
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎন্সা আরা,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির, ডিআইওয়ান আযম খান, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান,জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম,ডিএসবি পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী, কাউন্সিলর সাগর উদ দৌলা, কাউন্সিলর ফারা দিবা খান সাথী,ক্রিয়া সংস্থার সদস্য , ইদ্রিস হোসেন বাবু,আলতাফ হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যার কর্মকর্তা গণ এ সময় উপস্থিত ছিলেন।
কাল রোববার মাঠে নামবে সাতক্ষীরা ও মাগুরা জেলা মহিলা ফুটবল দল ।