সিটিজেন জার্নালিস্ট(জিমি):
‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) কোমলমতি এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পুরাতন সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র শিশু পরিবার প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের হাতে এ শীতবস্ত্র কম্বল তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘এতিম শিশুরা হল জান্নাতের বাগান। তোমরা নিজেদেরকে অসহায় ও এতিম ভাববেনা। তোমরা সুশিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হতে হবে। তোমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন মানবতার মা মানব দরদী জননেত্রী শেখ হাসিনা।’ শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম ও সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। কোমলমতি এতিম ৬৫ জন শিশুর মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক মানব রঞ্জন বাছাড়।