সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। “এইচ আইভি পরীক্ষা করুন নিজেকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল সাড়ে নয়টায় নার্সিং ইনষ্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুুলিশ সুপার মোহাম্মমদ ইলতুৎ মিশ, সম্মানিত অতিথি ছিলেন সহকারী কমিশনার আজহার আলী, লিখন ব্যানার্জী, ইন্দ্রজিৎ সাহা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমওডিসি ডা: জয়েন্ত কুমার সরকার। জগদিশ চন্দ্র হাওলাদার, সৈয়দ মিজানূর রহমান, লাইট হাউজের ম্যানেজার সঞ্জুমিয়া, সহ হাসপাতালের স্টাফ নার্স ও নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সদর হাসপাতালের মেডিসিন অফিসার ডা: সাইফুল্লাহ আল কাদী, সভা শেষে জেলা প্রশাসক সদর হাসপাতালের চত্বরে বিনামূল্যে এইচ আইভি স্কিলিং ক্যাম্প পরিদর্শন করেন। এর পূর্বে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহীনূর খাতুন।