সিটিজেন জার্নালিস্ট(জিমি) :
সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি)। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ওউদ্ভাবনী চর্চার মাধ্যমে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অভীষ্ট লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল সেবা প্রদর্শন করবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধনী দিনে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় শোভাযাত্রা (জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক)। সাড়ে ১০টায় ফিতা কাটা, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন ও উদ্বোধনী অনুষ্ঠান। বেলা ১২টায় বিভিন্ন স্টল পরিদর্শন। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বেলা ৩টায় ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে সেমিনার “নতুন সোপান (একসেবা) ও আমাদের করণীয়”। বেলা ২টা ৩০মিনিটে তরুণ উদ্ভাবক : প্রদর্শণী ও প্রতিযোগিতা। বিকাল ৪টায় আলোচনা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এনডিসি মোশারেফ হোসাইন, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আমিরুজ্জামান বাবু, মো. আব্দুর রহমানসহসাতক্ষীরার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
তথ্যঃপত্রদূত নেট।