নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ- জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন দেন দেবহাটা উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মোঃ শফি আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন মহিলা সমবায় সমিতির সভানেত্রী মমতাজ বেগম, দক্ষিণ বাংলা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত কুমার ঢালী, প্রগতি ঋণদান সমবায় সমিতি লিঃ এর নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ। অনুষ্ঠানে ধুলিহর ও ব্রক্ষ্মরাজপুর এলাকার ৪ জন সমবায়ী নারীদের সহজ কিস্তিতে এক লক্ষ টাকা করে (একবছর পর হতে কিস্তি শুরু) ২০ কিস্তিতে পরিশোধযোগ্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় ঋণ বিতরণ করা হয় এবং সমবায় অঙ্গনে ভাল অবদান রাখায় শুভেচ্ছা স্বরুপ ৭টি প্রতিষ্ঠান প্রধানকে পুরস্কার প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও শুভেচ্ছা মহিলা সমবায় সমিতির সভানেত্রী লিলি জেসমিন।