♠♠♠♠
আব্দুর রহমান:
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. মোতালেব হোসেন। গত ৩০ জুলাই তিনি সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা হেড কোয়াটারে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে পটুয়াখালী গাতিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ । ১৯৯১ সালে পটুয়াখালী সরকারি বিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ এবং ১৯৯৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাকোত্তার পাশ করেন। বৈবাহিক জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী গ্রামের মরহুম হুকমত সরদার ও মাতা জাহানারা খাতুনের সন্তান।তার পিতা পেশায় কৃষক ছিলেন। সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম স্বচ্ছ ও দালাল মুক্ত করণের লক্ষে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন সাধারণ মানুষ যাতে ভোগান্তি ছাড়া সরকারি সেবা গ্রহণ করতে পারে সে লক্ষে আমি কাজ করছি।