সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাপ্রার্থী ও অংশীজনের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের কথা শোনেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম-সচিব জিয়াউল হক। গণশুনানি অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান। অংশ নেন সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, ইব্রাহীম খলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অধ্যাপক মোজাম্মেল হোসেন, দুর্নীতির প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা। গণশুনানিতে নারীদের জন্য আলাদা কাউন্টার, পাসপোর্ট অফিসের বাইরে টিন শেডের ব্যবস্থা, দালালের মাধ্যমে হয়রানি বন্ধের সুপারিশ করেন।