সাতক্ষীরা জেলার মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম,জেলা পুলিশ সুপার মোঃসাজ্জাদুর রহমান বিপিএম,সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল, সরকারি কলেজের প্রিন্সিপা,৩৩ বিজিবির কমান্ডিং অফিসার,জেল সুপার, জেলা আয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ,সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মুনসুর আহম্সেদ,প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,চেম্বার অফ কর্মাসের সভাপতি সহ জেলা আইন-শৃংখলা কমিটির সদস্যগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।সভায় পুলিশ সুপার মোঃসাজ্জাদুর রহমান বিপিএম বলেন জেলা ব্যাপি একধরনের গুজব তৈরি হয়েছে।সেই গুজবে বলা হচ্ছে ছেলেধরা রহিঙ্গা ধরা পড়েছে।গুজব ছড়িয়ে পাগল,প্রতিবন্ধি সহ ভারসম্যহীন মানুষ দের কে মারধর দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হচ্ছে।পুলিশ সুপার বলেন এ ধরনের গুজবে কেউ কোন প্রকার কান দিবেন না।গুজবে বিশ্বাস করে অসহায়,প্রতিবন্ধি ও ভারসম্যহীন লোকদের কে পিটিয়ে মেরে ফেলবেন না।পুলিশ সুপার আরো বলেন সাতক্ষীরা জেলার ৮ টি থানার পুলিশ অত্যান্ত সতর্কতার সহিত তৎপর থেকে কাজ করছে সুতরাং গুজবে বিশ্বাস করে বা গুজবে তাল মিলিয়ে কেউ সামাজিক বিশৃংখলা তৈরি করার চেষ্টা করবেন না।পরে সভায় অন্যান্য সদস্যগণ তাদের মূুল্যবান ব্যক্তব্য প্রদান করেন।সভায় জেলার ৭ টি উপজেলার নির্বাহী অফিসার গণ সহকারি কমিশনার গণ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।