সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরা জেলার সকল নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউএনও, সহকারী কমিশনার সহ নব নিযুক্ত ম্যাজিষ্ট্রেট গনের জন্য ম্যাজিষ্ট্রেন্সি, মোবাইল কোর্ট, পাবলিক পরীক্ষা ও নির্বাচন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে গতকাল রাত্রে জেলা প্রশাসকের বাংলোয় কোর্সের সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, ৩৩ বিজিবির সিও লে. কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আব্দুল সাদী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, (রাজর্স্ব) এমএম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, কলারোয়ার ইউএনও সেলিম শাহাজান, তালার ইউএনও সাজিয়া আফরিন, আশাশুনি ইউএনও মীর আলিফ রেজা, দেবহাটার ইউএনও হাফিজ আল আসাদ, কালিগঞ্জের ইউএনও মোস্তফা শাহীন, শ্যামনগরের ইউএনও মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রনি আলম নূর, অনিমেশ বিশ্বাস, সুজন সরকার, সহকারী কমিশনার আসফিয়া সিরাত, স্বজল মোল্ল্যা, আক্তারুল ইসলাম, আরিফ আদনান, সহ জেলা কালেক্টরেটর সকল কমিশনার গন উপস্থিত ছিলেন। ট্রেইনার ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাশ, তথ্য মন্ত্রনালয়ের উপ-সচিব, প্রতাপ চন্দ্র বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।