বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার ৭২ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের কিংবদন্তী সভাপতি,সাবেক সংসদ সদস্য,সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদ পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙগবন্ধু। জাতির জনককে হত্যা করে এদেশের কিছু স্বার্থাণেষী মহল মনে করেছিল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে নিয়ে গেছে উন্নয়নের মহাসড়কে। বক্তারা আরো বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ন নির্বাচন। এই নির্বাচনে আমাদের স্বোচ্চার হতে হবে যাতে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে না পারে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালরা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
সূত্রঃ দৈনিক কালের চিত্র।