দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কোভিড-১৯ পরিস্থিতিতে পার্টির সাংগঠনিক পরিকল্পনা ও করণীয় বিষয়ে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট শুক্রবার সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় সংলগ্ন ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।
সভায় ভাচ্যুয়ালি অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাস।
প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য। এ্যাড. মুস্তফা লৎফুল্লাহ এম পি। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড ফাহিমুল হক কিসলুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, আবেদুর রহমান, স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড আব্দুল জলিল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, হিরন্ময় মন্ডল, শিব পদ গাইনসহ সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি