প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলার সভাপতিত্বে লেকভিউ কনফারেন্স হলে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক কার্যক্রম বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য উপাত্ত সরবারহ, সরকারি দপ্তর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, সাধারণ সেবা গ্রহণকারীর সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে কিনা তা নিয়মিত অবজারভ করা, সরকারি সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সদস্য রেবেকা সুলতানা, মোহাম্মদ সাকিবুর রহমান, অধ্যক্ষ মো. রেজাউল করিম, আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান ও কাজী সাহাবউদ্দিন।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.