মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরার উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৭ নভেম্বর) রাতে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যারা সাতক্ষীরার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হতে হবে। আমি যখন ঢাকায় শুধু ঘুমিয়ে থাকিনা। সাতক্ষীরার উন্নয়নে সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে কাজ করি। আমিই একমাত্র জনপ্রতিনিধি আমি মহান জাতীয় সংসদে বলেছি আমি জনগণের চাকর জেলার উন্নয়নে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা নার্য্য দাবীর মধ্যে বেশির ভাগই পুরণ হয়ে গেছে। আর বাকি গুলো বাস্তবায়নের পথে। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। মহান জাতীয় সংসদে বারবার সাতক্ষীরা উন্নয়নে কথা বলেছি। সাতক্ষীরাবাসীর উন্নয়নের স্বপ্ন পুরণে আমি জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাথে আছি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
জেলার উন্নয়নে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সদস্য জ্যোৎস্না আরা, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মোহাম্মদ আলী সুজন, মোহাম্মদ আলী সিদ্দীকি, আবুল কালাম আজাদ, আব্দুর রব ওয়ার্ছি, আশরাফুল করিম ধনি প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।