সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের নভেম্বর/২৩ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার অক্টোবর/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-
শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল)সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
সভায় শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলম।।ওসি মহিদুল ইসলাম অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় আগষ্ট/২৩ মাসেও জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার পেয়েছিলেন।এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জে একবার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কার অর্জন করেছিলেন সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম।
সভায় শ্রেষ্ঠ কর্মকর্তা (বিশেষ সম্মাননা) হিসাবে আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা পুরুস্কার গ্রহণ করেন।
সভায় শ্রেষ্ঠ কর্মকর্তা(বিশেষ সম্মাননা) হিসাবে পুরুস্কার পান পাটকেলঘাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন।কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার জেলা গোয়েন্দা শাখা(ডিবি)হিসাবে পুরুস্কার পান ডিবির পরিদর্শক রাজীব আল রশীদ।এছাড়া শ্রেষ্ঠ চৌকস অফিসার(ট্রাফিক বিভাগ)সার্জেন্ট হিসাবে পুরুস্কার পান হাবিবুল্লাহ বাহার।সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি) এসআই হামিদুল ইসলাম,শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে কলারোয়া থানার এএসআই মেহেদী হাসান।এছাড়া শ্রেষ্ঠ দফাদার হয়েছেন ৭ নং ইসলামকাঠী ইউনিয়ন,তালা থানা মোঃ কামরুজ্জামান,শ্রেষ্ঠ চৌকিদার হয়েছেন মোঃ শহীদুল ইসলাম।
কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, দেবহাটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী,কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী,দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, তালা থানার ওসি মোমিনুল ইসলাম,কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, আশাশুনি থানার ওসি বিশ্বজৎ কুমার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।