সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে অন লাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেন কে আটক করেছে।আটককৃত সুমন হোসেন শ্যামনগরের আটুলিয়ার ফজলুক হকের ছেলে।
ডিবি পুলিশ এক প্রেস নোটে জানায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনা মোতাবেক ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে ডিবির এসআই মোস্তাক আহমেদ, ডিবির এসআই রুবেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের গতকাল সকালে থানা মসজিদের পাসে এসআর ফ্যাশনের সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি অন লাইন জুয়া খেলার মোবাইল ফোন জব্দ করা হয়।ডিবি পুলিশ আরো জানায়, আসামী সুমন হোসেন একজন অন লাইন জুয়ার মাস্টার এজেন্ট।আসামী এলএক্স বেট এ্যাপ্স ব্যবহার করে একটি অন লাইন জুয়ার সাইট ব্যবহার করে।
ডিবি পুলিশ আরো জানায়,আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়েের করেছে। যাহার মামলা নং ৩৯ তাং ২৫/১২/২০২৪ খ্রী। আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।