সাতক্ষীরা থানা পুলিশের সেবার মানোন্নয়নে নারী, শিশু ও প্রতিবন্ধী বিষয়ক হেল্প ডেস্কের কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্প্রতি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এঁর তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান থানায় হেল্প ডেক্স স্থাপন করেছেন। জোরদার করা হয় নারী, শিশু ও প্রতিবন্ধী বিষয়ক হেল্প ডেস্কের কার্যক্রম।
পাশাপাশি নারী, শিশু ও প্রতিবন্ধী বান্ধব অফিসার হিসেবে দায়িত্বরত থানার সাব-ইন্সপেক্টর মহাসিন হোসেন এর নেতৃত্বে দুই নারী পুলিশের সমন্বয়ের টিম অবহেলিত, সুবিধাবঞ্চিত নির্যাতিতদের সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছেন। এতে করে সহজেই কাঙ্খিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।এবিষয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে বলেন,সাতক্ষীরা থানায় জিডি /মামলা করতে কোন টাকা লাগেনা একই সাথে সমাজের অবহেলিত নারী, শিশু ও প্রতিবন্ধী দের জন্য হেল্প ডেক্স খোলা হয়েছে। সেখানে দিন-রাত ২৪ ঘন্টাই সমাজের অবহেলিত মানুষ দের কে পুলিশিং সেবা দেওয়া হবে।