সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল সহ কথিত সোর্স বকুল কে আটক করেছে।আটককৃত বকুলের বাড়ি সদর উপজেলার ভোমরা ইউনিয়নে গয়েশপুর গ্রামে।
থানা পুলিশের সুত্র জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের তত্বাবধানে সাতক্ষীরা থানার এসআই শাহাজালালের নেতৃত্বে এএসআই জিয়া,এএসআই আনোয়ার ও কনস্টেবল ইকরামুল হোসেনের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিত সোমবার রাত ১০ টার দিকে ভোমরার গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল সহ বিজিবি'র কথিত সোর্স বকুল কে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ দেলোার হুসেন জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে মামলা রুজু পূর্বক গ্রেপ্তারকৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।
এদিকে মাদক ব্যবসায়ী বকুলের আটকের ঘটনা শুনে তার নিজ এলাকায় শ্রীরামপুর বাজারে মানুষের মধ্যে স্বস্তি র নি:স্বাস নেমেছে। গ্রামের কয়েকজন যুবক জানান,বকুল বিজিবির সোর্স পরিচয় দিয়ে মাসে ২-১ কাজ ধরিয়ে দিতো বিজিবি কে। আর তার বিনিময়ে সারা মাস ব্যাপি নিজে মাদক বিক্রি করে আসছে।শ্রীরামপুর বাজারের এক চায়ের দোকানদার জানান,বকুলের অত্যাচারে পুরো গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে।মাদক ব্যবসায়ী বকুলকে আটক করায় সাতক্ষীরা থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন শ্রীরামপুর গ্রামের নিরিহ মানুষেরা।