সিটিজেন জার্নালিস্ট(জিমি):সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ভবানীপুর থেকে ৩ লিটার রিকুইড ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।থানা পুলিশের সূত্র জানায়,মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার,সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস, কনস্টেবল তুহিন,কনস্টেবল রুবায়েত ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস পথযাত্রী আক্তারুল ইসলামের হাতে লাল রঙ এর ২ লিটারের ২ টি ফ্রেস পানির পটে মধুর কালারের লিকুইড দেখে তাকে চ্যালেজ্ঞ করেন।পরে পানির পট ২ টো খুলে সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস লিকুইডের গন্ধ শুখে বুঝতে পারেন যে এটি ফেন্সিডিলের গন্ধ।পরে তাকে আটক করে সাতক্ষীরা থানায় আনা হয়।
আটক কৃত আসামীর নাম মোঃ আক্তারুল ইসলাম (৩১), পিতা- মোঃ জয়নাল আবেদীন , স্থায়ী : গ্রাম- ভবানীপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা কে বলেন,সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা পুলিশ নিরবিচ্ছিন্ন মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে।সে কারনে নতুন নতুন মাদক ব্যবসায়ীরা
মাদকের বোতল থেকে মাদক বের করে ফ্রেস পানির পটে,মবিলের ড্রামে ঢেলে সরবরাহ করছে।ফেন্সিডিল বা মদের ডাইরেক্ট বোতলে তারা আর পরিবহন করছেন না।পুলিশের কড়া নজরদারিতে তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে।তিনি আরো জানান, ধৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।