সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে।আটককৃত আসামীদের নাম মিজানুর রহমান @ মিজান(৩০),শরিফুল ইসলাম(৩২),শামীম হোসেন @ শাহীন(৩৭)।
থানা পুলিশ জানায়, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে থানার এসআই/আজিজ মাহমুদ, এসআই/তারেক মোহাম্মদ নাহিয়ান, এসআই/ মোঃ হাফিজুর রহমান, এসআই/ সাইফুল ইসলাম, এএসআই/ ইব্রাহিম রাসেল, এএসআই/ এমদাদুল হক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে লাবসার কাশেমপুর কদমতলা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছিল।
থানা পুলিশ আরো জানায়, এসআই (নিঃ)/আজিজ মাহমুদ দায়িত্ব পালন কারে জানতে পারে কতিপয় লোক সাতক্ষীরা থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামস্থ জামতলা টু সাতক্ষীরা মেডিকেল কলেজগামী বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা মোড়স্থ জনৈক মিজানুর স্টোর এর সামনে কতিপয় ব্যক্তি মারাত্মক দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ সেপ্টেম্বর, ২০২৩, রাত্র ০২.১৫ টায় ঘটনাস্থল হইতে মিজানুর রহমান @ মিজান(৩০),শরিফুল ইসলাম(৩২),শামীম হোসেন @ শাহীন(৩৭) তিন যুবক কে আটক করে পুলিশের ঐ চৌকস টিম।এসময় উপস্থিত স্বাক্ষী গণের সামনে আসামীদের তল্লাশি করে ০১টি লোহার রামদা, যাহা লম্বা ২২ˈˈ ইঞ্চি, ০১টি লোহার শাবল, যাহা লম্বা ২৫ˈˈ ইঞ্চি, ০১টি লোহার পাইপ, যাহা লম্বা ২৪ˈˈ ইঞ্চি, ০১টি তালাকাটা কাটার, যাহা রাবারের হাতলসহ লম্বা ১৪ˈˈ ইঞ্চি , ০১টি চাপাতি, যাহা লম্বা ১৬ˈˈ ইঞ্চি, ০১টি রামদা, যাহা লম্বা ২১ˈˈ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান,আটককৃত আসামীদের নামে পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।তিনি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোর্পদ পূর্বক তাদের রিম্যান্ড চাওয়া হবে প্রকৃত ঘটনা জানার জন্য।