সাতক্ষীরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০৮ কেজি ৫০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে। থানা পুলিশ জানায়,গতকাল ৩০ আগষাট /২০২৩ তারিখ ১৩:৫০ ঘটিকায় সাতক্ষীরা থানার এসআই (নিঃ) ফকির জুয়েল রানা সঙ্গীয় এএসআই(নিঃ)/জিয়াউর রহমান, এএসআই(নিঃ)/আব্দুল হালিম, কং/৭৭৮ মোঃ আশিকুজ্জামান, থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা কালে ভাড়ুখালী বাজার টু ঘোনা বাজার গামী পাকা রাস্তার পাশে মাটির উপর পড়ে থাকা অবস্থায় একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত বিভিন্ন ডিজাইনের রুপার গহনা (নুপুর), যাহার ওজন ০৮ কেজি ৫০০ গ্রাম রুপা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান,জব্দ কৃত রুপার মুল্য আনুমানিক ১১ লাখ ৫৬ হাজার টাকা ।ওসি জানান, পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিধি মোতাবেক সাক্ষীদের সম্মুখে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ পূর্বক জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি সাধারণ ডায়েরী ভুক্ত করতঃ উদ্ধারকৃত রুপার গহনা সরকারি কোষাগার ট্রেজারি শাখায় বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে জমা প্রদান করা হয়েছে।