মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরা মহিলা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকালে মুনজিতপুরস্থ মহিলা সমিতির নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী মিসেস শাহানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী জাগরণ ঘটিয়েছেন। নারীদের বিচরণ শুধু আজ ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, সাতক্ষীরা মহিলা সমিতির এই নিজস্ব জমিতে একটি বিশাল ভবন করে ভাড়া দিয়ে আর্থিক সংকট দূর করে সাতক্ষীরা মহিলা সমিতিকে আর্থিক স্বচ্ছল সংগঠনে পরিনত করতে হবে। নতুন উদ্যোমে সংগঠনের কার্যক্রম বেগবান করতে এই মহিলা সমিতিতে আরো বেশি করে নারীদের সদস্য ভুক্ত করতে হবে।’
সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী মিসেস খুরশীদ জাহান শিলা, সাধারণ সম্পাদিকা মিসেস মোহছেনা বেগম, সহ-সম্পাদিকা মিসেস সালমা হক, মিসেস লতিফুন নাহার, কোষাধ্যক্ষ শিমুন শামস, মিসেস এসমত আরা, মিসেস রেশমী খানম ও মিসেস তামান্না তাসলীম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা পারভীন ডেইজি।