সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে ভেষজ বাগান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় গাছের পাঠশালা ও বেসরকারি প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গড়ে তোলা এই ভেষজ বাগান উদ্বোধন করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার সাইফুল্লাহ আল কাফি, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন, বারসিক কর্মকর্তা গাজী আসাদ, তুজুলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুব সংগঠক নুরুল হুদাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই ভেষজ বাগানে তুলসি, অর্জুন, হরিতকী, বহেরা, বাসক, অসক, অনন্তমূল, শতমূল, হাড়জোড়া, বাউনটি, শিউলি, দাদমর্দন, শ্বেত আকন্দ, চিরতা, অপরাজিতা, মহাসমুদ্র, নিম, উলটকম্বল, চন্দন, লজ্জাবতী, ঘৃতকুমারী, মেহেদীসহ অর্ধশতাধিক নামসহ ঔষধি বৃক্ষ রয়েছে।