স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর রূপকল্প আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হব। ধনী ও আধুনিক দেশে রূপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন।
তিনি বলেন, আর দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময় চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটো। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আসবে এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হব। সাতটি ফিজিক্যাল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেওয়া হয়েছে।
‘নতুন বিধির ফলে মেধাবী ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত কোনও অনিয়মের খবর নেই।’
তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ তহবিল গঠন করে দিয়েছেন। পুলিশ কল্যাণ তহবিল গঠনের ফলে পুলিশ সদস্যরা নানাভাবে উপকৃত হচ্ছেন। পুলিশ সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নানা ধরনের বাণিজ্যিক উদ্যোগ নেওয়া হয়েছে।
‘এর অংশ হিসেবে নওগাঁয় পুলিশ শপিং মল করা হলো। এর ফলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ আধুনিক ও ভালো পরিবেশে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী কিনতে পারবেন।’
পুলিশ সদস্যদের কল্যাণে ট্রাস্টের অর্থ ব্যয় করা হয় উল্লেখ করে আইজিপি বলেন, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা হয় নিম্নপদস্থ পুলিশ সদস্যদের কল্যাণে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে। এ শপিংমলের মাধ্যমে শুধু নওগাঁবাসী নয়, সীমান্তবর্তী জেলার মানুষও সর্বাধুনিক পরিবেশে মানসম্পন্ন পণ্য এবং আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে পুলিশের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।