নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের মাছখোলা সাকলা মহাশশ্নান নির্মাণ কাজের উদ্বোধন ও মহাশশ্নান কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে মাছখোলা সাকলা মহাশশ্নান নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সুযোগ্য সহ-পতি মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
মাছখোলা সাকলা মহাশশ্নান কমিটির সভাপতি সুশীল দাশের সভাপতিত্বে মহাশশ্নান কালি পূজার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাষী । এদেশে হিন্দু মুসলীম মিলে মিশে একসাথে বসবাস করে আসছে। এদেশে সকলের সমান অধিকার আছে। আপনারা এদেশে বসবাস করবেন। এদেশের মাটি আপনাদের । দেশের মাটি ছেড়ে কখনও অন্য দেশে যাবেননা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু।’আমাদের সরকার আপনাদের জান-মানের নিঃচ্ছিদ্র নিরাপর্ত্তা নিঃশ্চিত করতে বদ্ধ পরিকর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষ, গৌষ্ঠ বিহারী, রঘুজিৎ গুহ, যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন সফি, ইউপি সদস্য ফজলুল হক মতি, মাছখোলা সাকলা মহাশশ্নান সাধারণ সম্পাদক সঞ্জিব বিশ্বাষ, কালি পুজা উদযাপন কমিটির সদস্য সচিব বাসু দেব দাশ প্রমুখ।
এর আগে এমপি রবি মাছখোলা বাজার আদর্শ যুব সংঘের উদ্যোগে মফিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুমন অধিকারী।
সূত্রঃ (ডেইলি সাতক্ষীরা ডটকম).