আরএমপি কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক আজ শুক্রবার ৯ জুলাই বেলা ২ টায় করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্বক লকডাউনে বিধি-নিষেধ বাস্তবায়নে রাজশাহী নগরীর সাহেব বাজার কাঁচা বাজার এলাকা ঘুরে দেখেন।
তিনি সর্বাত্বক এই লকডাউন বাস্তবায়নে রাজশাহী মহানগরবাসীকে আহ্বান জানান। সেই সাথে তিনি সমাজের অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।পরবর্তীতে তিনি আরএমপির অপারেশনাল মনিটরিং সেন্টারে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।সিসি টিভি ক্যামেরায় যেখানে ই লোক সমাগম দেখা যাচ্ছে সেটানেই ফোর্স পাঠিয়ে মানুষ কে ঘরে ফেরাচ্ছেন আরএমপি কমিশার আবু কালাম সিদ্দিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), মোঃ তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) উৎপল কুমার চৌধুরী, অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম।