সুদানের দারফুরে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) রোটেশন-১১ শ্রেষ্ঠ পুলিশ ইউনিটের স্বীকৃতি পেয়েছে।সম্প্রতি দারফুরের নিয়ালা সুপার ক্যাম্প সুদান সরকারের নিকট হস্তান্তর অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
জাতিসংঘের সুদান মিশন প্রধান জেরেমিয়া মামাবোলোর কাছ থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পক্ষে কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম এ স্বীকৃতি সনদ গ্রহণ করেন।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশনস অফিসার ও অতিরিক্ত এসপি মাসুক মিয়া জানান, সেক্টর সাউথ হেডকোয়ার্টার্স সুপার ক্যাম্পের নিশ্চিদ্র নিরাপত্তা এবং স্থানীয় জনগণ ও পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সুলতান তিমুরী, মিশন সার্পোট ডিভিশনের প্রধান প্রেম সিং, নিয়ালা প্রদেশের গর্ভণর মেজর জেনারেল আব্দুল হাসিম, নিয়ালা পুলিশের কমিশনার নিয়াজী সালেহ আহমেদ বাদাওয়িসহ ইউএনএএমআইডি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নিয়ালা সুপার ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট ছাড়াও পাকিন্তান, তাঞ্জানিয়া, বুরুকিনা ফাসো ফর্মড পুলিশ ইউনিট কর্মরত ছিল। শুধু বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ স্বীকৃতি অর্জন করে।