আন্তর্জাতিক ক্যাসিনো চক্রের অন্যতম সদস্য মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোঃ মুরশিদ আলম লিপু ও মুছাঈদ আলমের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
সাতক্ষীরা জেলা পুলিশের সুত্র জানায়, আজ ১৩অক্টোবর ২০২৫ খ্রি. বেলা ১১.৩০ ঘটিকায় সাতক্ষীরা সদর থানার মামলা নং-২২, তারিখ-১১/১০/২০২৫ খ্রি., ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২১/২২/২৪(২)/২৭ মামলার এজাহারনামী আসামী মোঃ মুরশিদ আলম লিপু ও মুছাঈদ আলম (৩০)এর (মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে) ১০ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য মামলায় গ্রেপ্তারের শুনানিতে ও তার জামিনের আবেদন বাতিলের শুনানীতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।
বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১, সাতক্ষীরা উভয় আসামীদ্বয়কে সাতক্ষীরা সদর থানার মামলা নং-২২, তারিখ-১১/১০/২০২৫( GR 539/25) তে ০২ (দুই) দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং শ্যামনগর থানার মামলা জি আর-293/25 ও জি আর ২৪৩/২৫ উভয় ধারা ২০(২)/২১/২২/২৪(২)/২৭,আশাশুনি থানার জি আর ১৬৯/২৫ ধারা সাইবার সুরক্ষা আইনের ২০ (২) /২১/২২/২৪(২)/২৭ তে মোট ০৩(তিনটি)মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছে।
জেলা পুলিশের সুত্র আরো জানায়, বর্তমানে গ্রেফতারকৃত আসামিদ্বয় জেল হাজতে আছেন।।
এদিকে আন্তর্জাতিক ক্যাসিনো চক্রের অন্যতম সদস্য মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোঃ মুরশিদ আলম লিপু ও মুছাঈদ আলম কে আটকের পর সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রশংসায় ভাসছেন।অনেকের ধারনা ছিল উপরের মহলের তদবীর ও বস্তাবস্তা টাকার প্রভাবে আসামীরা ডিবি অফিস থেকে মুক্তি পেয়ে যাবে অথবা আদালত থেকে জামিন পেয়ে যাবে।কিন্তু পুলিশ সুপারের ন্যায়নীতি ও আদর্শের কাছে সকল অপশক্তির পরাজয় ঘটলো।ধন্যবাদ সাতক্ষীরা ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বাধীন চৌকস টিম কে।