সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সোমবার সকাল থেকে পুরো দমে শুরু হলো সাতক্ষীরা জেলা পুলিশের ই-ট্রাফিক কার্যক্রমের সচেতনতা মুলক প্রচারণা।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সোমবার দুপুর থেকে ই-ট্রাফিক কার্যক্রম ও সপ্তাহ ব্যাপী ট্রাফিক সচেতনতা মুলক প্রচার সপ্তার ঘোষনা দেন।
সপ্তাহ ব্যাপী এই প্রচারণা কার্যক্রম আজ থেকে আগামী ০১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ।
এদিকে ট্রাফিক সচেতনতা প্রচার সপ্তাহের প্রথম দিনে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বে সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর মোমিন হোসেন,ট্রাফিক সার্জেন্ট অনিমেশ বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম,ট্রাফিক সাজেন্ট মামুন সহ সঙ্গীয় ফোর্স সোমবার দুপুর থেকে রাস্তার প্রধান প্রধান সড়কে সড়কে চলাচলে নিরাপত্তা মুলক পোষ্টার, প্লে কার্ড ও বিলবোর্ড টানিয়ে দেন এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা পুলিশের উক্ত পোষ্টারে লেখা ছিল.....
বাসের ছাদে,পা দানিতে,বাম্পারে আর ভ্রমন না,
ঝুকি নিয়ে কষ্ট করে আর বাড়ি যাবোনা,
বেপরোয়া চালাবোনা আর গাড়ি,
নিরাপদে যাত্রীদের নিয়ে যাবো বাড়ি,
ধুমপানে বিষপান সবার মোদের জানা,
গাড়ির ভিতরে ধুমপান একেবারে মানা,
প্রতিবদ্ধি,শিশু,বৃদ্ধ সন্মানিত করি,
তাদের সংরক্ষিত আসনটি আছে যাদের
নিরাপদ সড়ক চাই,
আইন মেনে চলি তাই।
এছাড়া জেলা পুলিশের অপর একটি ব্যানারে রাস্তায় চলাচলের ৬ টি দিকনির্দেশনার ছবি সম্মন্বিত ৬ টি নির্দেশনা দিয়ে শহরের মোড়ে মোড়ে ব্যানার টানানো হয়েছে। সেখানে রাস্তায় চলাচলের ছবি দিয়ে লেখা আছে.....
১। ফুটপাত দিয়ে চলাচল করুন
২। জেব্রাক্রসিং/ ফুটওভার ব্রিজ / আন্ডারপাস দিয়ে রাস্তা পার হউন।
৩। রাস্তা পার হতে ট্রাফিকের সিগনালেের দিকে দৃষ্টি রাখুন
৪। ছুকি নিয়ে যততত্র রাস্তা পার হবেন না
৫। গাড়ি চালু অবস্থায় ধৈয্য ধরে জেব্রা ক্রসিংয়ের মুখে অপেক্ষা করুন।
৬। মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হবেনা এবং যাহবহন চালাবেন না।
প্রচারে- সাতক্ষীরা জেলা পুলিশ।
এবিষয়ে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ প্রতিবেদক কে জানান আজ ২৫/১১/২০১৯ তারিখ দুপুর থেকে আগামী ০১/১২/২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সাতক্ষীরা জেলা পুলিশ সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষে সচেতনতা মুলক প্রচারণা চালাবে। তিনি আরো জানান তার পরেও যদি কেউ আইন না মেনে চলেন তাহলে সাতক্ষীরা জেলা পুলিশ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।