করোনা ভাইরাস প্রতিরোধে থেমে নেই সাতক্ষীরা জেলা পুলিশ। বিদেশ থেকে সাতক্ষীরা যারা এসেছেন তাদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট থানার ওসি রা প্রতিনিয়ত তাদের বাসায় গিয়ে অবজারভেশনে রাখছেন। দেশে ফেরা প্রবাসী দের ১৪ দিন কোয়ান্টাইনে থাকতে বলা হচ্ছে।কোয়াইন্টাইনে না থাকলে তাদের কে জরিমানা করছেন সংশ্লিষ্ট এলাকার নির্বাহী অফিসার গণ। এদিকে দেশে ফেরা প্রবাসীরা কোয়ারেন্টাইন মেনে চলছে কিনা তা খতিয়ে দেখছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
শুক্রবার সকালে সদ্য দেশে ফেরা শ্যামনগরে বাড়ি এক ইতালি ফেরত প্রবাসীর কাছে টেলিফোন করে খোজ খবর নেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এসময় শ্যামনগরে অবস্থিত ঐ প্রবাসী কত তারিখে সাতক্ষীরা এসেছেন, কিসে করে এয়ারপোর্ট থেকে সাতক্ষীরা এসেছেন,১৪ দিন কোয়ারেন্টাইন। মানছে কিনা এসব খোজ খবর নেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপার কোয়ারেন্টাইনে থাকা ও প্রবাসী কে বলেন সাত দিন কোয়ারেন্টাইন। করেছেন আরো ৭ দিন বাড়ি থেকে বের হবেন না,কারো সাথে হ্যান্ড সেট করবেন না কোলাকুলি করবেন না, ঘন্টায় ঘন্টায় হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুইবেন হ্যান্ড ওয়াস না থাকলে বাংলা সাবান দিয়ে হাত ধুইবেন,হাঁচি-কাশি লাগলে হাতে রুমাল দিয়ে হাঁচি দিবেন যেন কারো গায়ে গিয়ে না পড়ে।পরে দেশে ফেরা ব্যক্তিদের সুস্থ্যতা কামনা করে পুলিশ সুপার অন্য আর এক সাতক্ষীরা ফেরা প্রবাসীকে ফোন করে খোজ খবর নেন।