১৮ তম বিসিএস ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে ১৮ বিসিএস ফোরাম,খুলনার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে ১৮ তম বিসিএস ব্যাচে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের চাকুরীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত বিসিএস কর্মকর্তাবৃন্দের চাকুরি ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আগত কর্মকর্তাগণ নিজেদের মধ্যে নানা বিষয়ের স্মৃতিচারণ করে হাসি-আনন্দে মেতে উঠেন।
এ সময় অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আজকের অনুষ্ঠানটির আয়োজন বর্ণিল আনন্দময় করে তুলতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; খুলনার বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ শরিফ হোসেন হায়দার; বিজ্ঞ সিনিয়র জেলা জজ মোঃ জামিউল হায়দার; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান খাঁন; অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদ করিম; বাংলাদেশ বেতার খুলনা’র আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য; খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম গোলদার; সরকারি ব্রজলাল কলেজের বাংলা বিভাগের প্রফেসর শংকর কুমার মল্লিক খুলনা; উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ আবুল হাসেম; বাংলা বিভাগের প্রফেসর জনাব রথীন্দ্রনাথ মন্ডল; ডাক্তার এস.কে বাইন; অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান; বাগেরহাটের ডিএই এর উপ-পরিচালক শংকর কুমার মজুমদার; খুলনা ডিএই এর উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন; যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমদ; সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী; বিশেষজ্ঞ ডা. ফখরুল ইসলাম; সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সামসুদ্দিন নান্নু; হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলী; হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুশীল কুমার সরকার; সহযোগী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন শেখ; হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ দাশ; গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শোয়েব হোসেন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ কান্তি হালদার উপস্থিত ছিলেন।