আগামী ৩০ ডিসেম্বর তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর, ২০১৮ তারিখের মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায়/ট্রেজারিতে জমা করার নির্দেশ প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০ ডিসেম্বর, ২০১৮ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৪ এর উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।
আদেশে আরও বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারী, আধাসরকারী ও বেসরকারী দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, যারা এই আদেশ লংঘন করবেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক আদেশে আগামী ২১ ডিসেম্বর, ২০১৮ তারিখ হতে ১ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত সকল ধরণের বৈধ অস্ত্রের মালিক বা লাইসেন্সধারীগণ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্র:ডিএমপি নিউজ।